হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর তার ভাই আর স্ত্রীর নেতৃত্বের টানাপড়েনে ভাঙনের দুয়ারে পৌঁছে গেছে জাতীয় পার্টি।
Related Stories
- এরশাদের চেয়ার ভাই জিএম কাদেরকেই দিল জাতীয় পার্টি
- স্পিকারকে পাল্টা চিঠি রওশনের
- জাপার ঘরোয়া বিবাদ দেবর-ভাবিই মিটিয়ে ফেলবে, আশা কাদেরের
- জি এম কাদেরকে চেয়ারম্যান মানছেন না রওশন এরশাদ
এরশাদের ‘শেষ ইচ্ছার’ দোহাই দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের পদটি নিয়েছিলেন তার ভাই জিএম কাদের। তা নিয়ে তখনই আপত্তি করেছিলেন এরশাদের স্ত্রী রওশন।
কাদের এখন সংসদে বিরোধী দলীয় নেতা হতে চাওয়ায় বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এরশাদপত্নী রওশনকেই পাল্টা চেয়ারম্যান ঘোষণা করেছেন তার অনুসারী নেতাকর্মীরা।
রওশনের উপস্থিতিতে তার বাসভবনে ওই সংবাদ সম্মেলনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “রওশন এরশাদ পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। আগামী ছয় মাসের মধ্যে কাউন্সিল করে গণতান্ত্রিক উপায়ে স্থায়ী চেয়ারম্যান ঠিক করব।”
জাতীয় পার্টির ‘গঠনতন্ত্র ভেঙে’ জিএম কাদের চেয়ারম্যান হয়েছেন অভিযোগ করে আনিসুল বলেন, “জি এম কাদেরকে কো-চেয়ারম্যানের সম্মান দেবেন রওশন এরশাদ।”
দলে বিভাজনের বিষয়টি স্বীকার করে সংবাদ সম্মেলনের শুরুতেই সাবেক বিরোধী দলীয় নেতা রওশন বলেন, “পার্টি এখন উদ্বিগ্ন আছে। পার্টিতে কী হচ্ছে? জাপা অতীতেও ভাগ হয়েছে, এবারও কি সেটি হচ্ছে নাকি?
“হুসেইন মুহাম্মদ এরশাদ এত কষ্ট করে পার্টি গড়ে তুলেছেন, এখন সেই পার্টিটা ভালেভাবে চলুক, মান অভিমান ভুলে যারা চলে গেছে, তারা ফিরে আসুক। আমি চাই পার্টির সবাই মিলেমিশে জনগণের সেবা করব।”
অবশ্য রওশনের সঙ্গে মহাসচিব পদে মসিউর রহমান রাঙ্গাঁই থাকছেন বলে জানান আনিসুল। তবে রওশনের বাসায় এই সংবাদ সম্মেলনে রাঙ্গাঁ উপস্থিত ছিলেন না।
এই রাঙ্গাঁই ১৮ জুলাই এক সংবাদ সম্মেলনে জিএম কাদেরকে চেয়ারম্যান করার ‘দলীয় সিদ্ধান্তের’ কথা সাংবাদিকদের জানিয়েছিলেন।
রওশনকে চেয়ারম্যান ঘোষণার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জিএম কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেখানে কে কী বলেছে, সেটা আমি আগে দেখব, জানব, তারপর বলব। কাল প্রেস কনফারেন্স করব। তবে এভাবে চেয়ারম্যানের ঘোষণা দেওয়ার এখতিয়ার তাদের নাই।”
Review Overview
total point
Summary : review den